Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
VDP Basic Training (Male) with Arms 1st Phase Closing Ceremony Closing Ceremony 2022 AD
বিস্তারিত

অস্ত্র-সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ ২০২২ খ্রীঃ ২১ দিন মেয়াদী অস্ত্র-সহ প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে ১৩০ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ অনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং দেশের অভন্তরিন বিভিন্ন ঘটনা ,পরিবেশ,পরিস্থিতী সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং জন্মভূমির ক্রান্তী লগ্নে অর্থ্যাৎ দেশরক্ষার্থে অসামান্য ভূমিকা পালন করার অভিজ্ঞতা অর্জন করেন। অদ্য ২৭/১১/২০২২ খ্রীঃ হইতে ১৭/১২/২০২২ খ্রীঃ প্রশিক্ষণ গ্রহণকালে উপ-মহাপরিচালক মহোদয় রেন্জ কমান্ডার সিলেট, জেলা কমান্ডেন্ট মহোদয়  সিলেট এবং বিভিন্ন পদবীর সরকারি কর্মকর্তা মহোদয় পাঠদান করেন। অদ্য ১৭/১২/২০২২ খ্রীঃ প্রশিক্ষণ সমাপনী অনষ্ঠান অনুষ্ঠীত হয়। উক্ত সমাপনী অনূষ্ঠানে জেলা কমান্ডেন্ট মহোদয় স-শরীরে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ এবং ভাতা প্রদান করেন ও সবশেষ র‌্যলির মধ্যো দিয়ে প্রশিক্ষর্ণীদের বিদায় জানান।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
18/12/2022
আর্কাইভ তারিখ
01/01/2023