বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর নির্দেশনায় সারাদেশের ন্যায় সিলেট জেলার সদর, ফেঞ্চুগঞ্জ ,দক্ষিন সুরমা, বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ উপহার প্রদান করা হয়েছে । রবিবার ( ৯ মে) সকাল ১১ টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয় , আনসার ও ভিডিপি সিলেট এর হলরুমে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার পঞ্চাশজন সদস্য/সদস্যাকে উপহার সামগ্রী প্রদান করা হয় । সিলেট সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম । সভাপতিত্ব করেন জেলা কমান্ডান্ট এনামুল খান । এছাড়া সহকারী জেলা কমান্ড্যান্ট প্রদীপ সি দত্ত, উপজেলা প্রশিক্ষক রুপক তালুকদারসহ দলনেতা ও দলনেত্রীগন উপস্থিত ছিলেন । ঈদ উপহার সামগ্রীগুলো হলো চাল,ডাল, তেল, আলু,সেমাই,পেয়াজ ইত্যাদি। করোনা মহামারীর এ দুর্যোগকালীন সময়ে বিশেষ উপহার সামগ্রী পেয়ে সদস্য সদস্যাগন অত্যন্ত আনন্দিত । আজ ছয়টি উপজেলার তিনশ জনকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে, পর্যায়ক্রমে বাকী উপজেলাগুলোতেও দেওয়া হবে বলে জানা যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস